দেবাংশুর সঙ্গে হাত মেলাতে গিয়ে ধাক্কা মারার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে টিএমসিপি

মালদা: নির্বাচনের পাঁচদিন আগে প্রার্থীর সমর্থনে রোড-শো করতে তৃণমূলের খেলা হবে স্লোগানের নতুন সংস্করক দেবাংশু ভট্টাচার্য্য।মঙ্গলবার মালদহের চাঁচল বিধানসভায় দেবাংশু ভট্টাচার্য্যের রোড শো-তে তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল নজরকাড়া। কাঠফাটা রোদ্রকে উপেক্ষা করে হাজারো কর্মী সমর্থক হুড খোলা গাড়ীর পেছনে-সামনে খেলা হবে স্লোগানের তালে বাইক মিছিল করে।

নতুন মুখ দেবাংশুকে কাছে পেয়ে কর্মীদের অনেকেই হুডখোলা গাড়ীতে উঠে সেলফি তুলতে ব‍্যস্ততা দেখা যায়। তবে এদিন হুড খোলা গাড়িতে দেবাংশুর সাথে হাত মিলাতে গেলে তিনজন টিএমসিপি ছাত্রনেতাকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। হুডখোলা গাড়িতে ব্লক নেতৃত্ব ছিল বলে তাদের দিকেই অভিযোগ তুলছেন মালদা জেলা টিএমসিপির সাধারণ সম্পাদক বাবু সরকার। বিমর্ষ হয়ে ছাত্রনেতা বাবু সরকার সোশ‍্যাল সাইটেও একটি পোস্ট করেন।

টিএমসিপি সংগঠনের সদস‍্যদের গুরুত্ব ও সম্মান না পাওয়ার যন্ত্রণা জানিয়েছেন তিনি। ছাত্রনেতা বাবু সরকার দাবি করে বলেন, চাঁচল বিধানসভায় প্রার্থী নিহার রঞ্জন ঘোষের নাম যখন ঘোষনা হয় তখন প্রথমে ছাত্র সংগঠনই এগিয়ে এসেছিল। তারাই প্রথম দেওয়াল লিখন শুরু করেছিল বলে দাবি করা হয়েছে ছাত্র সংগঠনের তরফে।এখন যোগ‍্য সম্মান পাচ্ছে না বলে দাবী করছে ওই ছাত্রনেতা। ভোটের পাঁচদিন আগে এমন ঘটনায় অস্বস্তি রয়েছে কি চাঁচলের ঘাসফুল শিবির?

চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শচীদানন্দ চক্রবর্তী ফোনে জানিয়েছেন, কে ধাক্কা মারল ছাত্রদের, তা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানিয়েন, ছাত্র ও যুবরাই প্রার্থী নিহারের সৈনিক। তাদের জন‍্যই আমরা এবার জয়ী হব।তবে কি হয়েছে তা দলের মধ‍্যেই সমস‍্যার সমাধান হয়ে যাবে।

About The Author