বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে তলিয়ে গেল কিশোর, একদিন পর দেহ উদ্ধার

শিলিগুড়ি: গরমে স্বস্তি পেতে বন্ধুদের সঙ্গে নদিতে স্নান করতে গিয়ে মহানন্দায় তলিয়ে গিয়েছিল কিশোর। একদিন পর দেহ উদ্ধার হল। বছর ১৬-র স্কুল পড়ুয়ার মর্মান্তিক পরিণতি দেখে শোকস্তব্ধ পরিবার এবং পরিজনেরা।

সোমবার ৬ বন্ধু মিলে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে যায়। তাদের মধ্যে সুদীপ পাল জলে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও সুদিপের হদিস মেলেনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও ডিএমজি ও এনডিআরএফ দল। গতকাল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে কোন খোঁজ মেলেনি। সকালে ফের খোঁজ শুরু করলে কিশোরের দেহ উদ্ধার হয়।  ফাঁসিদেওয়া থানার অন্তর্গত রাঙাপানির পাল পাড়া এলাকার ওই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।


About The Author