তিস্তার চর থেকে ফের দেহ উদ্ধার, সংখ্যা দাঁড়াল ২৯-এ

জলপাইগুড়ি: গাজলডোবায় তিস্তার চর থেকে ফের এক অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার গাজলডোবা ব্যারেজ সংলগ্ন মারাপুর এলাকা থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয়৷ স্থানীয়রা প্রথমে দেখে মিলনপল্লী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, তিস্তা চর এলাকায় বেশ কিছু মানুষের খোঁজ মিলছে না বলে খবর ভেসে আসছে। তবে প্রশাসন সুত্রে খবর, সকলেই নিরাপদ স্থানে রয়েছেন।

এদিকে, জলপাইগুড়িতে লাশের পাহাড়! তিস্তা থেকে এপর্যন্ত ২৯টি দেহ উদ্ধার হল। শনিবার ফের তিস্তা সংলগ্ন বোয়ালমারী থেকে দুটি দেহ উদ্ধার করেছে পুলিশ এবং এনডিআরএফ। মনে করা হচ্ছে দেহ দুটো সেনা কর্মীদের। এই নিয়ে তিন দিনে জলপাইগুড়িতে ২৯টি মরদেহ উদ্ধার হল।

About The Author