বেলাকোবা: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর দশদরগায় ফের পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লরির, খুলে গেল সামনের চাকা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দশদরগা মোড়ে। যদিও লরিটি ফাঁকাই ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ডিভাইডারে ধাক্কা মেরে চাকা খুলে যায়। প্রত্যাঘাতে গাড়িটি জলপাইগুড়ির রাস্তায় চলে আসে। লরির চালক গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর গাড়িটি রাস্তা থেকে উদ্ধার করে।
স্থানীয় তৃণমূল যুব অঞ্চল সভাপতি দেবাশীষ বিশ্বাস জানান, ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।