দার্জিলিং–কার্শিয়াং পথে খাদে পড়ল গাড়ি, মৃত অন্তত তিন যাত্রীর

দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত তিনজন যাত্রী। বৃহস্পতিবার রাতে সোনাদা আট মাইল ও গোরাবাড়ি সংলগ্ন এলাকায় একটি যাত্রিবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ধারে খাদে পড়ে যায়।

গাড়িটিতে চালক-সহ মোট আটজন ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

বাকি পাঁচজন গুরুতর আহত, তাঁদের দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকলের অবস্থাই আশঙ্কাজনক।

দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি চলছিল, ফলে রাস্তা পিছল ছিল বলে মনে করা হচ্ছে। পাহাড়ি রাস্তায় রাতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন, যা হয়তো যথাযথভাবে নেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা যাত্রীরা স্থানীয় বাসিন্দা, কেউই পর্যটক নন। তাঁরা দার্জিলিং থেকে নিজেদের এলাকায় ফিরছিলেন। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে।

About The Author