রাজগঞ্জ: জীবনের শত বছর কাটিয়ে দেহ রেখেছেন ঠাকুমা; তাই তাঁর শেষ যাত্রায় আনন্দ উদযাপন নাতি-পুতিদের। রাজগঞ্জের পাথরঘাটা গ্রামে ধরা পড়ল এমন ছবি।
১১১ বছর বৃদ্ধার অন্তিম যাত্রায় বাজলো ব্যান্ডপার্টি, মৃত্যু শোক ভুলে আনন্দে মেতে উঠলেন নাতি-পুতি এবং পরিবার-পরিজনেরা। মঙ্গলবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে কোনও রোগ-ভোগ ছাড়াই বৃদ্ধার মৃত্যু হয়েছে। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের বাসিন্দা নিপুতি রায়ের শেষ যাত্রায় তাই শোক ভুলে আনন্দে মেতে উঠলেন সকলে। নাচে গানে আনন্দের সঙ্গে ঠাকুমাকে শেষ বিদায় জানাল নাতি নাতনি ও পাড়ার লোকেরা।
প্রয়াত নিপুতির পরিবারে রয়েছেন তার পাঁচ ছেলে ও এক মেয়ে। তারা জানালেন, বেঁচে থাকাকালীন রোগ ভোগ করতে হয়নি বৃদ্ধাকে। মৃত্যুর আগেও কষ্ট পাননি। তাই মৃত্যুর পরও যাতে কোনও কষ্ট না পান, তাই শোক ভুলে আনন্দের মধ্যে দিয়ে ব্যান্ড বাজিয়ে নাচগানে একমাত্র ঠাকুমাকে শেষ বিদায় জানালেন ছেলেমেয়ে, নাতি-নাতনি থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা। মঙ্গলবার সকালে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে ধরা পড়ল অন্যরকম ছবি। তবে এবারই প্রথম নয়, এর আগেও রাজগঞ্জ এলাকা থেকেই বারবার এমন ছবি দেখেছে মানুষ।