বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার অপরিবর্তিত! সরকারি কর্মীদের DA বাড়াল সরকার

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-এর প্রাপ্য বাড়বে, সেই আশঙ্কায় মুখিয়ে ছিলেন রাজ্যবাসী। তবে সেইদিকে লক্ষ্মী লাভ হল না। অন্যদিকে, সরকারি কর্মীদের ৪% ডিএ বাড়ানো হল। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে  বর্ধিত ডিএ। 


লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন বাংলার মহিলারা। অন্যদিকে, সরকারি কর্মচারিদের ৪% হারে মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর ঘোষণা হয়েছে বাজেটে।

আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ। তবে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা-র ফারাক থাকছে ৩৫ শতাংশ। তাই এই প্রস্তাবেও রাজ্য সরকারী কর্মীদের একাংশ খুশি নয়।


সামনেই বিধানসভা নির্বাচন! তাই রাজ্য বাজেটে বরাদ্দ বাড়তে পারতে লক্ষ্মীর ভাণ্ডারের। এমনটাই ধারণা ছিল ওয়াকিবহাল মহলের। তবে বাজেট ঘোষণার পর সেই নিয়ে নতুন কোনও ঘোষণা হল না। তবে সরকারি কর্মীদের জন্য ৪% মহার্ঘ ভাতা বাড়ল। লক্ষ লক্ষ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার, কেন্দ্রীয় বাজেট পেশের ১১ দিন পর রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছে মমতা সরকার। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া বৃদ্ধির ঘোষণা না করলেও মমতা জানান, লক্ষ্মীর ভাণ্ডার বাবদ ইতিমধ্যেই ৫০ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন পাচ্ছে ১২ কোটি মহিলা। আরও নতুন করে দু লক্ষ আবেদন এসেছে বলে জানান মমতা।

এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল ৪%। ফলে এখন হল ১৮%। তবুও কেন্দ্রের থেকে অনেকটাই কম। পাশাপাশি, ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।

সেই সঙ্গে ইতিমধ্যেই ১০ লক্ষ চাকরি হয়ে গেছে আরও চাকরি বাড়বে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, রাজ্যের বিভিন শহরে শিল্প গড়ে উঠেছে। প্রশিক্ষণ নিয়ে সেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে।

বাজেট শেষে মমতা বলেন, ১ লক্ষ ছেলেমেয়ে দেউচা পচামিতে কাজ পাবে। ওখান থেকে কয়লা পেলে বিদ্যুতের দাম অনেক কমে যাবে। তরুণের স্বপ্ন প্রকল্পে ৫২ লক্ষের বেশি স্মার্টফোন দেওয়া হবে। ৬৮ হাজার মানুষকে কৃষি পেনশন দেওয়া হচ্ছে। প্রায় ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পায়। ৮০ হাজার পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পেয়েছে। ৩০ লক্ষ ৫০ হাজার মানুষ পান বার্ধক্য ভাতা। বিধবা ভাতা পেয়েছেন ২০ লক্ষের বেশি মহিলা।

About The Author