Cyclone Remal: রেমাল তাণ্ডবে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৮ লক্ষ মানুষ

ঘূর্ণিঝড় রেমালে দুই বাংলায় ব্যাপক প্রভাব পড়েছে। মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। সেখানে টানা ৪৫ ঘণ্টা তাণ্ডব চালালে রেমাল। ইতিমধ্যেই ১৯টি জেলার প্রায় ৩৮ লক্ষ মানুষ বিপন্ন। ক্ষতি হয়েছে ৩৫ হাজার ঘর বাড়ির। বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত প্রায় ৩ কোটি মানুষ।

রবিবার রাত আটটার দিকে ঘূর্ণিঝড় দুই বাংলার সীমান্ত ঘেঁষে মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সন্ধ্যা থেকেই কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। সোমবার বাংলাদেশজুড়ে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব থাকবে।

রেমালের জেরে রাজ্যের বেশকিছু জায়গায় ঝড়ে বিক্ষিপ্ত ক্ষয় ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। জায়গায় জায়গায় গাছ ভেঙ্গে পড়ে। দ্রুততার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে।

About The Author