স্কুলছাত্রী খুনের ঘটনায় মৃতার বাড়িতে রাজ্যপাল এবং শিশু সুরক্ষা কমিশন

কন্যা ছাড়া কন্যাশ্রী হয়না, শিলিগুড়িতে স্কুলছাত্রীকে খুনের ঘটনায় নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে একথাই জানিয়ে দিলেন রাজ্যপাল। একইদিনে মৃতার বাড়িতে গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যেরাও। রাজ্যপালের সঙ্গে পরিবারের সাক্ষাৎ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে কমিশন।

রবিবার রাজ্যপাল বোস মৃত ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে দেখা করে প্রায় আধঘণ্টা কথা বলেন। ছাত্রী মৃত্যুর ঘটনায় রাজ্যপাল বলেন, কন্যার জীবন ছাড়া কন্যাশ্রী হয়না। এক কন্যার জীবন চলে গিয়েছে। কোথাও কোনও মেয়ের সঙ্গে এমনটা হওয়া উচিত নয়। সরকার বা মুখ্যমন্ত্রী মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত হয়। কাউকে দোষারোপ করবো না বলে জানিয়ে দিলেন রাজ্যপাল।

অন্যদিকে, ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যেরাও। রাজ্যপালের সঙ্গে পরিবারের সাক্ষাৎ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। মৃতার মায়ের সঙ্গে কথা বলে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের আশ্বাস দেন তারা।

About The Author