উধমপুরে গভীর খাদে পড়ল CRPF-এর বাস, তিন জওয়ানের মৃত্যু, আহত ১৬

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকার কাণ্ডভা অঞ্চলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন সিআরপিএফ জওয়ান। বৃহস্পতিবার সকাল ১০.৩০টা নাগাদ ১৮৭ ব্যাটালিয়নের একটি বাঙ্কার গাড়ি খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন, যাঁরা একটি অপারেশন শেষে ফিরছিলেন।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। দু’জন জওয়ান ঘটনাস্থলেই মারা যান, আর একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।

এই মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং ঘটনাটিকে “বেদনাদায়ক” বলে উল্লেখ করেন এবং জানান, জেলা শাসক সালোনি রাই ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উদ্ধারকাজে স্থানীয়রাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গভীর শোক প্রকাশ করে বলেন, “দেশের সেবায় তাঁদের অবদান আমরা কখনও ভুলব না।” তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রশাসনকে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন।

  • জম্মু-কাশ্মীরের উধমপুরে সিআরপিএফ-এর বাস খাদে পড়ে তিন জওয়ানের মৃত্যু, আহত ১৬। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা। 

About The Author