আগের তুলনায় শিথিল হলেও রাজ্যে ১৫ তারিখ পর্যন্ত বাড়ানো হল করোনা সংক্রান্ত বিধিনিষেধ। একঝলকে দেখে নিন বিধিনিষেধ সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ঘোষণা-
৩ তারিখ থেকে খুলছে স্কুল-কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ছোটদের জন্য ৭ তারিখ থেকে পাড়ায় শিক্ষালয়।
১ ফেব্রুয়ারী থেকে পাড়ায় সমাধান, ১৫ ফেব্রুয়ারী থেকে রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে।
খুলে যাচ্ছে পার্ক, বিনোদন মূলক পার্ক, পর্যটন কেন্দ্র, সুইমিং পুল।
রাজ্য থেকে মুম্বই, দিল্লিতে উড়ানের অনুমতি। কলকাতা-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে। তবে বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট করা হবে।
এখন থেকে নাইট কারফু রাত ১০টার পরিবর্তে ১১টায় লাগু হবে। ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে৷
অফিস, জনসমাগমের ক্ষেত্রে যেখানে উপস্থিতির হার ৫০ শতাংশ করা ছিল সেখানে ৭৫ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন।
অডিটোরিয়াম, বার, রেস্তরাঁয় অতিথি সংখ্যায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
বিয়ে বাড়িতে হল ঘরের আয়তন বড় হলে ২০০-জনের বেশি লোক প্রবেশ করতে পারেন।
রাজনৈতিক অনুষ্ঠানে ৭৫ শতাংশ লোক নিয়ে চলতে পারে অনুষ্ঠান।
লোকাল ট্রেন ছাড়ার শেষ সময় রাত ১১টা, দূরত্ববিধি মেনে যাত্রীদের চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে৷
সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালোর দিকে। তবে বিধিনিষেধ বেশ কিছুটা শিথিল করে তা আগামী ১৫ তারিখ পর্যন্ত বাড়ানো হল। পরবর্তী পরিস্থিতি বুঝে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।