রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ। রাজ্যে কোভিড বিধিনিষেধ ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। শনিবার এমনই জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। তবে এ বার বিয়ে ও মেলার আয়োজনে কিছু ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্য বিধি।
Just In: West Bengal relaxes COVID restrictions related to weddings, raising the cap on attendees to 200 from earlier 50 or 50% of hall capacity, whichever is lower pic.twitter.com/Qq9Zvz88pq
— Soumyajit Majumder (@SoumyajitWrites) January 15, 2022
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক বা তার কম সংখ্যক মানুষ একই সময় উপস্থিত থাকতে পারবেন। খোলা আকাশের নীচে মেলা করা যাবে। কিন্তু সেক্ষেত্রে কঠোর ভাবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিধি নিষেধ জারি করা হয়েছিল রাজ্যে। পরে ছাড় দেওয়া হয় লোকাল ট্রেন এবং সেলুন খোলার সময়ে। শনিবার আবারও বিজ্ঞপ্তি জারি করে এই বিধিনিষেধ বাড়ানো হল আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

