কোর্ট চত্বরে সন্দীপকে ঘিরে ‘চোর চোর’, ‘ফাঁ-সি চাই’ স্লোগান

কলকাতা: আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ-সহ ৪ জনকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হবে।

মঙ্গলবার আলিপুর আদালতে সেই নির্দেশ দিয়ে এজলাস থেকে বিচারক বেরিয়ে যেতেই শুরু হয় স্লোগান। আদালত কক্ষে উপস্থিত লোকজন চিৎকার করে বলে ওঠেন, ‘লড়াই লড়াই লড়াই চাই’। পুলিশ, আধিকারিকদের মাঝেই সন্দীপকে ‘ধিক্কার’ দেন এক মহিলা। ক্রমে স্লোগান উঠতে শুরু করে, ‘চোর চোর’, ‘ফাঁসি চাই’। আদালত কক্ষে বিচারক হাত জোড় করে চুপ করার অনুরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। শেষ পর্যন্ত কড়া প্রহরায় আদালত থেকে বার করে নিয়ে যাওয়া হয় সন্দীপদের।

About The Author