Jalpaiguri: দুই বন্ধু মিলে অপকর্ম! যাবজ্জীবনমুখী সাজা পেয়ে কাঁদল দুজনেই

জলপাইগুড়ি: কোর্টের রায় শুনে হাউ হাউ কান্না দুই আসামির। শুক্রবার জলপাইগুড়ি আদালত চত্বরে ধরা পড়লো এমন ছবি

জানা গেল, চা বাগান এলাকায় এক কিশোরীর সঙ্গে অপকর্মের দায়ে দুই যুবকের একজনের ২৫ বছরের কারাদণ্ড এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে জলপাইগুড়ি পক্সো আদালত। আইনজীবী দেবাশীষ দত্ত জানান, বানার হাটে চা বাগান এলাকায় ওই কিশোরী অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিল, সেই সময় কৃষ্ণ মাহালি নামের এক যুবক মেয়েটির সঙ্গে কু-কর্ম করে।

পড়ে সেই ভিডিও রেকর্ড করে অমিত মাহালি নামের আরেক বন্ধুকে দেয়। এরপর থেকেই ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে মেয়েটিকে দফা দফায় ধর্ষণ করে। এমনই কাণ্ড চলছিল বেশ কয়েকদিন ধরে। তারপর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রকাশ্যে আসে ঘটনা। থানায় অভিযোগ জমা হয়। ২০২৩ সালের সেই মামলায় শুক্রবার দুই যুবককে ২৫ এবং ২০ বছরের কারাদণ্ড দিল আদালত। কোর্টের রায় শুনে সেকি কান্না দুই আসামির।

About The Author