Coronation: ব্রিটিশ রাজতন্ত্রের ৪০তম রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস

৭০ বছর পর রাজকীয় আয়োজনের সাক্ষী থাকল ব্রিটেন। ব্রিটিশ রাজতন্ত্রের ৪০তম সিংহাসন-আরোহী হিসেবে শনিবার শপথ নিলেন তৃতীয় চার্লস। রাজ্য অভিষেক ইংরেজিতে করোন্যাশেন অফ কিং। তাঁর সঙ্গেই চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও রাজ্যাভিষেক হল। ইংল্যান্ডে বহুদিন পর কারও অভিষেকানুষ্ঠান হচ্ছে। এর আগের করোন্যাশেন অনুষ্ঠানটি হয়েছিল ৭০ বছর আগে। এলিজাবেথের মাথায় রানির মুকুট উঠেছিল সেবার। 

শনিবার সকালে বৃষ্টির মধ্যেই বাকিংহাম প্যালেস থেকে রাজকীয় ঘোড়ার গাড়িতে করে বের হন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। শোভাযাত্রায়-সহ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এসে পৌঁছান। সেখানেই রীতি মেনে রাজ্যাভিষেক অনুষ্ঠান সাড়া হল। বহু বছর পর এমন রাজকীয় আয়োজনের সাক্ষী থাকল ব্রিটেন। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রমুখ হিসেবে দুই হাজারের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি হাজির ছিলেন। ভারতের অতিথি হিসেবে গিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদিপ ধনকড়। নজরকাড়া সাজে অনুষ্ঠানে ধরা দিয়েছেন সকলে। বিখ্যাত ক্রাউন উঠেছে রাজা তৃতীয় চার্লসের মাথায়। রাজ্যঅভিষেক সেরে বাকিংহাম প্যালেসের ব্যালকনি থেকে অভিবাদন জানালেন বিশ্ববাসীকে। এদিকে, ইংল্যান্ডে রাজতন্ত্রের বিরোধী কয়েকজন আন্দোলন করতে মাঠে নেমেছিল। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

About The Author