ফ্রোজেন চিকেনেও মিলছে করোনা ভাইরাসের হদিস

বেজিং: শুধু মানুষের শরীরেই নয়, এবার ফ্রোজেন চিকেনেও মিলল করোনা ভাইরাসের হদিস। ব্রাজিল থেকে আমদানি করা ফ্রোজেন চিকেনে পাওয়া গেল করোনা ভাইরাসের উপস্থিতি। এমনটাই জানা গেছে চিন সরকারের তরফে। ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন (হিমায়িত মুরগির মাংস) আমদানি করেছিল চিন সরকার। সেই ফ্রোজেন চিকেন পাঠানো হয় চিনের শেনজেন প্রদেশে। বৃহস্পতিবার ওই এলাকার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আমদানি করা মুরগির মাংসে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এরপরই শেনজেন প্রদেশের স্বাস্থ্য্ দপ্তর সতর্ক এবং সক্রিয় হয়ে উঠেছে। ওই মাংস যাঁরা কিনেছেন তাঁদের সকলকে চিহ্নিত করে করোনা পরীক্ষার কাজ শুরু করা হয়েছে৷

চিনা সরকার এই ধরনের খাবার ঘরে আনার আগে নাগরিকদের আরও বেশি সতর্ক ও সচেতন হতে বলেছেন। চিন সরকার জানিয়েছে, জুন মাস থেকে যত প্যাকেজড মাংস ও সামুদ্রিক খাবার বাইরে থেকে আনা হয়েছে, তার সবটাই খতিয়ে দেখবে চিনা সরকার। কিছুদিন আগেও চিনে আমদানি করা সি ফুডের মধ্যে এবং ইকুয়েডর থেকে আমদানি করা চিংড়ি মাছের প্যাকেটেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

About The Author