নয়াদিল্লি: দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রেকর্ড ছুয়েছে নতুন সংক্রমিতের সংখ্যাতেও, যা এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, রবিবার সকালে দেশে আক্রান্ত হয়েছেন আট হাজার ৩৮০ জন। এই বৃদ্ধির জেরে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ১ লক্ষ ৮২ হাজার ১৪৩ জন। এঁদের মধ্যে অবশ্য ৮৬ হাজার ৯৮৩ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে মোট ৫ হাজার ১৬৪ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৯৯৫। আজ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত, এই চার রাজ্যে। কেরলে শুরু হয়েছিল দেশের করোনা সংক্রমণ। তার পরই শীর্ষে চলে আসে মহারাষ্ট্র। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সেখানে। এখনও সেই ধারা অব্যাহত। দেশের মধ্যে সংক্রমণের হারে শীর্ষে সেই মহারাষ্ট্র। করোনাভাইরাসে যেমন মানুষ আক্রান্ত হচ্ছেন, তেমন সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও নেহাত কম না। প্রতিকূল পরিস্থিতিতে এটাই যেন আশার আলো।