Coochbehar: নতুন বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ছোট্ট কলি

জন্মের পরেই তাঁকে ফেলে দিয়েছিলেন বাবা, মা। এই শিশু কন্যাকেই দত্তক নিলেন এক মার্কিন দম্পতি। তাদের হাত ধরে ছোট্ট কলি বিমানে চেপে উড়ে গেল আমেরিকায়। কোচবিহারের নাম গোত্রহীন ওই শিশুকন্যার নতুন জীবন শুরু হল। তবে কেন কলিকেই পছন্দ করলেন তাঁরা? দেখুন ভিডিওতে।

জন্মের পর হাসপাতালের বাইরে ফেলে গিয়েছিল তাঁর বাবা-মা। গুরুতর অসুস্থ অবস্থায় সদ্যোজাতকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসক এবং কর্মীরা বহুদিন হাসপাতালের মধ্যেই তাকে লালন পালন করেন। তাঁরাই ওই ছোট্ট শিশুর নাম রাখেন কলি। তারপর কলিকে একটি হোমে পাঠানো হয়। সেই কলি আজ তিন বছরের। অনলাইন পোর্টালে তাঁর ছবি দেখে কলিকে পছন্দ করেছিলেন আমেরিকার ওয়াশিংটনের বাসিন্দা ওই দম্পতি। তাঁদের পছন্দ ভারতীয় সংস্কৃতি। তাই ভারতীয় শিশুকেই দত্তক নেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মত যোগাযোগ। তারপর কলিকে দত্তক নিতে কোচবিহারে উড়ে আসেন তাঁরা। আমেরিকার ওই দম্পতি আইনি প্রক্রিয়া সেরে ছোট্ট কলিকে তাঁদের সঙ্গে আমেরিকায় নিয়ে গেলেন। দত্তক নেওয়ার মুহূর্তে ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।

About The Author