কোচবিহারে পুলিশ সুপার বদল! বিতর্কের পর সরানো হল দ্যুতিমান ভট্টাচার্যকে

কোচবিহার: কালীপুজোর রাতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের জেরে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, তাঁকে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর তৃতীয় ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে বদলি করা হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কালীপুজোর রাতে SP-র বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, এক পূজা মণ্ডপে SP-র উপস্থিতিতে কিছু ব্যক্তিকে মারধর করা হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয় এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এই ঘটনার পরই নবান্ন থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। কোচবিহারের নতুন পুলিশ সুপার হিসেবে সন্দীপ কাররা দায়িত্ব গ্রহণ করেছেন।

রাজনৈতিক মহলে এই বদলকে “ছবি রক্ষার চেষ্টা” বলে ব্যাখ্যা করা হচ্ছে, যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে, “নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত।” এই বদল ঘিরে কোচবিহারে প্রশাসনিক স্তরে নতুন করে নজরদারি ও জনসংযোগের রূপরেখা তৈরি হচ্ছে।

About The Author