জলপাইগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে মাঝরাতে গন্ডগোল! চলল বিএসএফ-এর গুলি। গরু পাচারের চেষ্টা করতে গিয়ে মৃত্যু হল এক বাংলাদেশীর। শেষ খবরে, বেলা পর্যন্ত দুই দেশের সীমানার মধ্যে দেহ পড়ে থাকার পর বিজিবি উদ্ধার করে নিয়ে গেছে। জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ী সিংপাড়া এলাকার ঘটনা।
বিএসএফ সূত্রে জানা গেল, ওই এলাকার বেশ কিছুটা জায়গা অরক্ষিত রয়েছে। বৃহস্পতিবার রাতে ওই অংশ দিয়েই ৩০-৪০ জনের একদল বাংলাদেশী দুষ্কৃতী গরু পাচারের চেষ্টা করছিল বলে দাবি। সেই সময় বিএসএফ তাদের বাধা দেয়। এরপরেই সেনাদের ওপরে হামলা চালায় দলটি। দুই তরফে সংঘর্ষ বাধে। এরপর বাধ্য হয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ। আর এতেই একজনের মৃত্যু হয়। ঘটনায় একজন বিএসএফ-এর জওয়ান আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে জলপাইগুড়ি মেডিকেলে।
বাংলাদেশের খবরে জানা গেল, মৃতের নাম আনোয়ার হোসেন। বয়স আনুমানিক ৩৫। রাতে ভারতের সিংপাড়া এবং বাংলাদেশের হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।