ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা! পাচারকারীর-BSF সংঘর্ষে আহত দুই পক্ষের দুই

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। বিএসএফ ও গরু পাচারকারীর মধ্যে ব্যাপক ঝামেলা! সংঘর্ষ ঠেকাতে বিএসএফ গুলি চালায়। এক বাংলাদেশী পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে। পাল্টা, অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক বিএসএফ জওয়ানও। বুধবার ভোররাতে গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ঘটনাটি ঘটেছে।

বিএসএফ সূত্রে খবর অনুযায়ী, ভোররাতে প্রায় ৫ জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। কর্তব্যরত ৯১ বিএসএফ ব্যাটেলিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা মারমুখি হয়ে বিএসএফ জওয়ানের ওপর হামলা চালায়।

জওয়ানের রাইফেলও ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। এরপরেই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। ঘটনায় মহম্মদ আলাউদ্দিন নামের এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে বাচে।

জানা গেছে, গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশকিছুদিন ধরে শুরু হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। ওই এলাকা দিয়েই পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারীর দল।

খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

About The Author