পাঁঠার মাংস না পেয়ে স্ত্রীর বিরুদ্ধে নালিশ, স্বামীকেই গ্রেপ্তার করল পুলিশ

তেলঙ্গানা: রাতে স্বামীর ইচ্ছে হয়েছে পাঁঠার মাংস খাওয়ার। স্ত্রীকে বলেও তার ইচ্ছে পূরণ না হওয়ায় রেগে আগুন স্বামী। মত্ত অবস্থায় পুলিশে ফোন করে নালিশ করেন স্ত্রীর বিরুদ্ধে। পাঁঠার মাংস খাবেন ইচ্ছে হয়েছে, কিন্তু সেই ইচ্ছে পূরণ না করে স্ত্রী অন্যায় করে ফেলেছেন। এমনই ধারনা নিয়ে সুবিচারের আশায় স্ত্রীর নামে পুলিশে নালিশ জানিয়ে ফোন করেন তেলঙ্গানার এক বাসিন্দা।

গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার চেরলা গোয়ারাম গ্রামে। ওই দিন রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে পাঁঠার মাংস রান্না করার নির্দেশ দেন নবীন। মত্ত অবস্থায় ঘরে ফেরায় রান্না করতে অস্বীকার করেন তাঁর স্ত্রী। তার পরই একাধিক বার ১০০ নম্বরে ডায়াল করেন। সেই রাতেই নবীনের বাড়িতে পুলিশ এসে হাজির হয়। সেসময় মত্ত অবস্থায় তাকে দেখে তখনকার মতো ফিরে যায় পুলিশ। পরদিন সকালে নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জনসাধারণকে বিরক্ত করা এবং উপদ্রব করার জন্য মামলা করেছে পুলিশ। যদিও পরে তাঁকে সতর্ক করে ছেড়েও দেওয়া হয়।

About The Author