জলপাইগুড়ি: গেরুয়া পতাকা উপড়ে ফেলে প্রভু শ্রীরামের পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। ভিডিও ভাইরাল হতেই রাজগঞ্জ থানার আইসির বিরুদ্ধে এসপির কাছে নালিশ করল বিশ্ব হিন্দু পরিষদ।
গত ২২ তারিখে ঘটে এই ঘটনা। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়ায় একটি ‘বিতর্কিত’ মাঠের মাঝখানে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে পুজোর আয়োজন করেছিলেন স্থানীয় কয়েকজন যুবক। সেখানে রাজগঞ্জ থানার আইসি এবং কয়েকজন পুলিশকর্মী উদ্যোক্তাদের ওপর আক্রমণ করেন এবং গেরুয়া পতাকা তুলে ফেলেন বলে অভিযোগ।
এই নিয়ে আইসির বক্তব্য, ওই মাঠ ঘিরে দুপক্ষের দ্বন্দ্ব রয়েছে। বিতর্ক ঠেকাতে ওই মাঠে কোনওরকম অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসন অনুমতি দেয়নি। এরমধ্যেই রামের পুজো করতে গেলে পুলিশ বাধা দেয় এবং সেখানেই উদ্যোক্তাদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি।
ঝামেলা চলাকালীন আশেপাশের কয়েকজন ক্যামেরা বন্দী করেন সেই ছবি। ভিডিও ভাইরাল হতেই বেজায় ক্ষিপ্ত হিন্দু সংগঠন এবং রামভক্তেরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শনিবার বিকেলে সংগঠনের তরফে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ আধিকারিকের শাস্তির দাবি জানানো হয়েছে।
প্রভু রামের পতাকা তুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। তাই বিশ্ব হিন্দু পরিষদ অভিযোগ লিখে নিয়ে এসপির কাছে গিয়েছেন। এই ব্যাপারে তাঁদের বক্তব্য, এলাকার কোনও নেতার উস্কানিতে এই কাজ করে থাকতে পারেন তিনি। অবিলম্বে তাঁর শাস্তি দাবি করেছেন তারা। প্রসঙ্গত, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার সম্প্রতি বদলি হয়েছেন রায়গঞ্জে। তাঁর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।