কলকাতা: ফুটবল লুফে, কুস্তি করিয়ে কুস্তিগিরদের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে বৃহস্পতিবারও পথ হাঁটলেন মমতা। এদিন সভা থেকে বাংলার দুই কুস্তিগিরকে চাকরি দেন মুখ্যমন্ত্রী। পরে গোষ্ঠ পালের মূর্তি থেকে মোমবাতি মিছিল করে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে যান মুখ্যমন্ত্রী। মিছিল শেষে বাইকে চড়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পদযাত্রার ছবি করতে গিয়ে এক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী নিজের গাড়ি ওই সাংবাদিকের জন্য পাঠান। পড়ে পুলিশের বাইকে ফিরে আসেন মমতা।
এদিন, গোষ্ঠ পালের মূর্তির নীচে এক সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান। মমতা বলেন, ‘খেলার সব বোর্ডের মাথায় বিজেপি নেতারা বসে আছেন। আগে নিয়ম ছিল যে রাজনৈতিক নেতারা কখনও কোনও ক্রীড়া সংস্থার চেয়ারম্যান বা প্রধান হবেন না। আমি ক্রীড়ামন্ত্রী থাকার সময় রুল জারি করেছিলাম। মিছিল চলাকালীন এক চিত্রসাংবাদিক আহত হলে নিজে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মমতা। সেখানে তাঁর নিজের গাড়ি পাঠান মুখ্যমন্ত্রী। নিজে ফিরে আসেন বাইকে চেপে।