বেলাকোবা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারির নির্দেশ মমতার

জলপাইগুড়ির বেলাকোবায় ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। বুধবার সাংবাদিক সম্মেলনে অভিযুক্তকে গ্রেপ্তারির নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী।

অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, বেলাকোবা অঞ্চলে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সেখানকার তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। বাড়িতে বাবা মা না থাকার সুযোগ নিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। সেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় জলপাইগুড়ি মহিলা থানায়।

এদিকে পরিবারের তরফে জানা গিয়েছে, আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে টাকা চাওয়া হয় ওই নাবালিকার পরিবারের কাছ থেকে। কিন্তু ওই নাবালিকার পরিবার টাকা দিতে অস্বীকার করে। টাকা না দিলে তাঁর মেয়েকে ধর্ষণ করা হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি । আর তারপরেই সোমবার সে ওই নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে। কিন্তু সেই সময় নাবালিকা চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে উপস্থিত হয়। আর তারপর এলাকা ছেড়ে পালিয়ে যায় বুথ সভাপতি। এই ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্তের।

About The Author