চাকরিহারাদের জন্য ‘বড় ঘোষণা’ করবেন মুখ্যমন্ত্রী? বিকেল ৫টায় নবান্নে বৈঠক

কলকাতা: চাকরিহারা শিক্ষক ‘ভাইবোন’দের জন্য নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকাল পাঁচটায় নবান্নে এই  গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর ফেসবুক পেজ থেকে এই বার্তা দিয়েছেন।

চাকরিহারাদের জন্য বিকেল ৫টায় বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? ঠিক কি বললেন মমতা

দুপুর দেড়টায় মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পেজ থেকে বলেন, চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।

চাকরিহারাদের আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকুক। সেই আবেদনও উঠেছে। সেই আবহে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন। 

About The Author