রাতেই ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী

ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশে রবিবার রাতেই রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার বিকেলে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যস্ত হয়। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ৪ জনের মৃত্যুও হয়েছে বলে খবর। এই ঘটনা শুনেই গভীর উদ্বেগ প্রকাশ করেন মমতা। প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছিলেন।

পরে সন্ধ্যায় তৃণমূলের তরফে জানানো হয়, মমতা রবিবার রাতেই জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবেন। সশরীরে উত্তরবঙ্গে এসে ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ির মানুষের পাশে দাঁড়াবেন , খবর তৃণমূল সূত্রে।

About The Author