কলকাতা: হেলিকপ্টার বিভ্রাটে চোট পেয়ে হুইলচেয়ারে বসে হাসপাতাল ছাড়তে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে দেখা যায় হুইলচেয়ারে বসে ঘরে ফিরতে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, পায়ে এবং কোমরের লিগামেন্টে চোট পেয়েছেন মমতা। হাঁটাচলা করতে না বলা হয়েছে। নির্বাচনী আবহে মমতার এমন অবস্থা জেনে কৌতূহল জেগেছে নানা মহলে। তবে এবারে কি করবেন মমতা? হুইলচেয়ারে বসে প্রচার সারবেন না তো? নাকি সুস্থ হয়েই ভোটের ময়দানে প্রত্যাবর্তন করবেন!
মঙ্গলবার জলপাইগুড়িতে সভা শেষ করে ফেরার পথে খারাপ আবহাওয়ায় দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হেলিকপ্টার। তড়িঘড়ি সেবকের বায়ুসেনা ঘাঁটিতে নামাতে হয়েছিল হেলিকপ্টার। সেই সময় মুখ্যমন্ত্রীর পায়ে ও কোমরে চোট লাগে। তারপর কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা জানান তাঁর চোটের কথা এবং এও বলেন তাঁকে হাসপাতালে ভর্তি করা দরকার ছিল। যদিও মমতা হাসপাতালে ভর্তিই হতে চাননি, এমনটাই জানান চিকিৎসকেরা। হাসপাতাল ছেড়ে বেরোনোর সময় পায়ের যন্ত্রণার জন্য হুইলচেয়ার ব্যবহার করতে দেখা গিয়েছিল তাঁকে।
এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী? নবান্ন থেকে বুধবার সন্ধে সাতটার হেল্থ বুলেটিনে জানানো হয়েছে, গতকালের তুলনায় মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থায় কিছুটা ভাল। তবে ব্যথা রয়েছে এখনও। নড়াচড়া ও হাঁটাচলার কারণে ব্যথা কিছুটা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন বিকেলে একজন ফিজিওথেরাপিস্ট-সহ চিকিৎসকদের একটি দল মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে গেলেন। প্রায় ঘণ্টা দুই ধরে ফিজিওথেরাপি চলে মুখ্যমন্ত্রীর। আপাতত চিকিৎসকেরা তাঁকে বেশি চলাফেরা করতে বারণ করেছেন। তবে মুখ্যমন্ত্রীকে বাড়িতে নিয়ন্ত্রিত হাঁটাচলা করতে পরামর্শ দেওয়া হয়েছে।