বন্যাদুর্গতদের শালপাতার থালায় খিচুড়ি তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আরামবাগঃ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোঘাটের একটি ত্রাণ শিবিরে সারি দিয়ে বসে থাকা বন্যাদুর্গতদের সামনে তিনি নিজ হাতে খাবার পরিবেশন করেন। শালপাতার থালায় বালতি থেকে তুলে খিচুড়ি দেন মুখ্যমন্ত্রী।

শুধু খিচুড়ি নয়, দুর্গতদের জন্য ছিল ডিমসহ আরও কিছু খাবারের পদ। মুখ্যমন্ত্রী নিজেই পরিবেশন করেন সেগুলিও। তাঁকে এত কাছে পেয়ে আবেগে ভেসে যান অনেকে। কেউ কেউ নিজের সমস্যার কথাও জানান মুখ্যমন্ত্রীকে, যা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

এই মানবিক দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই বলছেন, “এটাই জননেতার পরিচয়।” তবে বিরোধী মহলে এই ঘটনাকে ‘প্রচারমূলক নাটক’ বলেও ব্যাখ্যা করা হচ্ছে।

About The Author