দুয়ারে দুর্যোগ! রাজ্যের সব স্কুলে আগাম ‘পুজোর ছুটি’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও আশপাশের এলাকা। সোমবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগে জনজীবন কার্যত থমকে গেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেন, রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আজ থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হবে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আওতাধীন স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনলাইন ক্লাস চালু রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কোভিডকালে যেমন হয়েছিল। মুখ্যমন্ত্রীর মতে, “পরিস্থিতি এমন যে ছোট-বড় কেউই নিরাপদ নয়। তাই ছুটি ঘোষণা ছাড়া উপায় নেই।”

কলকাতায় রাতভর বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বেনিয়াপুকুর, কালীকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট, একবালপুর, বেহালা ও হরিদেবপুরে আলাদা ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

দুর্গাপূজার ঠিক আগে এমন দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ ও পূর্ব কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। গড়িয়া কামডহরিতে কয়েক ঘণ্টায় ৩৩২ মিমি, যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, টপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।

জল ঢুকে পড়েছে বহু বাড়িতে, ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পত্তি। স্কুলে ছুটি ঘোষণা হয়েছে। বিমানবন্দরের রানওয়েতেও জল জমেছে, ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সতর্কবার্তা জারি করেছে।

কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, এই দুর্যোগের কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এত জল আগে দেখিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।”

About The Author