হোটেলের সামনে অবৈধ পার্কিং সরাতে গিয়ে সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার অভিযোগ হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কর্তব্যরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। সিভিকের বিরুদ্ধে হেনস্থার পাল্টা অভিযোগ যুবকের পরিবারের।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টা নাগাদ রাজগঞ্জের ফাটাপুকুরে জাতীয় সড়কের পাশে একটি হোটেলের সামনে অবৈধ পার্কিং সরাতে উদ্যোগ নেয় সিভিক ভলান্টিয়ার বরুন রায়। ট্র্যাফিকে ডিউটি চলাকালীন কর্তব্যরত সিভিককে হেনস্থা করার অভিযোগ ওঠে ফাটাপুকুরের ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হোটেল মালিকের ছেলে সিভিকের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ।
এদিকে, অভিযুক্তের পরিবারের তরফে জানানো হয়েছে, এদিন বিকেলে হোটেলের এক গ্রাহক সামনে গাড়ি দাড় করিয়ে খেতে বসেছিলেন। সেসময় ওই সিভিক ভলান্টিয়ার রাস্তার পাশ থেকে গাড়ি সরাতে বলেন। এই নিয়ে দু’পক্ষে কথা কাটাকাটি শুরু হয়। পরিবারের অভিযোগ, বাদানুবাদ চলাকালীন সিভিক যুবকের মায়ের দিকে আঙ্গুল তোলে এবং তাতেই তেঁতে ওঠে যুবক।
এদিকে পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত যুবক রিক সাহা এবং আরও কয়েকজন সিভিককে মারধর করে। এমনকি সিভিকের পার্সও ছিনিয়ে নেয়। পরিবারের তরফে অবশ্য এই অভিযোগগুলি নাকচ করা হয়েছে। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন বলে দাবি পুলিশের। বিকেলের এই ঘটনায় অভিযুক্ত রিক সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।