শিলিগুড়ি: এক পাসপোর্টে নাম খাম-রিত-শাং সেতেন গুরমে, আরেকটিতে সেঙ্গেই-তসাং কর্মা জিমি! পানিট্যাঙ্কি এলাকার ভারত-নেপাল সীমান্তে গতকাল সন্ধ্যায় নাটকীয় ঘটনায় এক চীনা নাগরিককে আটক করল এসএসবি।
৪১ নম্বর ব্যাটালিয়নের ‘সি’ কোয়ের বর্ডার ইন্টারঅ্যাকশন টিমের তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল পরিচয়পত্র ও অসঙ্গতিপূর্ণ পাসপোর্ট।
নিরাপত্তা সূত্রে জানা গেছে— উদ্ধার হওয়া দুটি সুইস পাসপোর্টে রয়েছে দুটি সম্পূর্ণ পৃথক নাম: খামরিতশাং সেতেন গুরমে, সেঙ্গেইতসাং কর্মা জিমি এছাড়াও পাওয়া গেছে নেপালের নাগরিকত্বের জাল কার্ড, যা চীনা নাগরিকের কাছ থেকে পাওয়া যাওয়ায় সন্দেহ আরও গাঢ় হয়।
জিজ্ঞাসাবাদ ও তদন্ত সীমান্তে চলা রুটিন তল্লাশির সময় নথিপত্রে অসামঞ্জস্য নজরে আসে জওয়ানদের। এরপর যৌথভাবে গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। সমস্ত তথ্য যাচাইয়ের পর ধৃতকে তুলে দেওয়া হয় দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে।
বর্তমানে তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও আন্তঃজাতিক সম্পর্কের প্রেক্ষিতে এই ঘটনা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, প্রশাসন বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করছে।