৫ বছর পর চিনাদের জন্য খুলছে ভারতের দরজা, চালু হচ্ছে ভিসা পরিষেবা

 ভারত-চিন সম্পর্কে বরফ গলছে ধীরে ধীরে। পাঁচ বছরের স্থগিতাবস্থার পর অবশেষে পর্যটন ভিসা পরিষেবা পুনরায় চালু করতে চলেছে ভারত। বুধবার বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ঘোষণা করা হয়, আগামী ২৪ জুলাই থেকে চিনা নাগরিকরা ভারতের জন্য পর্যটক ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ যেমন বাড়বে, তেমনই বৃদ্ধি পাবে পর্যটন শিল্পের গতি।

২০২০ সালের গালওয়ান সংঘাত এবং কোভিড-১৯ অতিমারির পর থেকেই ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গিয়েছিল। প্রতিক্রিয়ায় ভারত চিনা বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করে এবং একাধিক জনপ্রিয় চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করে দেয়। একই বছরে স্বাস্থ্যসংকটের কারণে চিনা নাগরিকদের পর্যটক ভিসাও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে বেজিং-ও ভারত সহ একাধিক দেশের নাগরিকদের পর্যটন ভিসা বন্ধ করে দিয়েছিল।

তবে পরিস্থিতি ক্রমশ বদলেছে। গত বছর অক্টোবরে রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতে যে সম্পর্ক পুনর্নবীকরণের ইঙ্গিত মিলেছিল, চলতি বছরের দুই দেশের মন্ত্রী পর্যায়ের সফরের মাধ্যমে তা আরও স্পষ্ট হয়। এরপর থেকেই আলোচনা শুরু হয় সরাসরি বিমান পরিষেবা চালু করা নিয়ে। এমনকি দীর্ঘদিন বন্ধ থাকা কৈলাস-মানস সরোবর যাত্রাও পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দূতাবাস সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবে চিনা নাগরিকরা, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ পুনরায় জোরদার করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র এক প্রশাসনিক পদক্ষেপ নয়—বরং ভারত-চিন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা।

About The Author