- ধারাবাহিকে ‘বিষপ্রয়োগ’ ও ‘হিংসা’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ—উত্তম কুমার সম্মান মঞ্চে সিরিয়াল নির্মাতাদের দিলেন সংযমের বার্তা। কী বললেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: মুখ্যমন্ত্রী বলেন, ‘সিরিয়াল খুললেই দেখা যাচ্ছে কেউ কাউকে বিষ দিচ্ছে, ছুরি মারছে, গুলি করছে। এসব দেখলেই আমি টিভি বন্ধ করে দিই। সিরিয়াল তো মানুষ দেখে বিনোদনের জন্য, রিল্যাক্স করার জন্য। সেখানে যদি টেনশন বাড়ে, তাহলে লাভ কী?’
ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক উত্তম কুমারের স্মরণে আয়োজিত ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলা সিরিয়ালের ‘নেগেটিভ ট্র্যাক’ নিয়ে সরব হন তিনি। তাঁর বক্তব্য, সিরিয়াল দীর্ঘায়িত করতে অহেতুক ‘গুন্ডামি’, বিষপ্রয়োগ, মারপিটের দৃশ্য দেখানো হচ্ছে—যা সমাজে বিপরীত প্রভাব ফেলছে এবং ছোটদের ভুল শিক্ষা দিচ্ছে।
তাঁর পরামর্শ, সিরিয়ালের বিষয়বস্তু যেন হাসি-খুশি, সামাজিক বার্তা ও আবেগঘন গল্পে ভরপুর হয়—যা মানুষের বিবেককে জাগ্রত করে। বাংলা গানের ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তাঁর মতে, সিরিয়ালে হিন্দি বা বলিউডি গান নয়, বরং বাংলা স্বর্ণযুগের গান ব্যবহার করা উচিত। ‘বাংলায় অনেক প্রতিভাধর সঙ্গীতশিল্পী আছেন, যাঁরা নিজেরাই গান তৈরি করেন। তাঁদের কাজকে তুলে ধরতে হবে,’ বলেন তিনি।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বরাবরই বাংলা শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক। নিজে কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন। তাঁর আমলে যাত্রা, নাটক, সিনেমা ও ধারাবাহিকের শিল্পীদের সম্মান জানাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। মহানায়ক সম্মান তারই একটি উদাহরণ।