রাজ্যে মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ল, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বাড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের বেতন বৃদ্ধি করবেন না বলে জানিয়েছেন মমতা।

বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’ নতুন সিদ্ধান্ত ঘোষণা হওয়ার আগে বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। এবারে তা বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন ১০ হাজার ৯০০ টাকা করে মাসে পেতেন। এখন থেকে তাঁরা ৫০ হাজার ৯০০ টাকা পাবেন। পাশাপাশি, রাজ্যের পূর্ণমন্ত্রীরা ১১ হাজার টাকা পেতেন। তাঁরা এবার থেকে ৫১ হাজার টাকা করে মাসে পাবেন।

About The Author