ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মালগাড়ির উপর উঠে পড়ল যাত্রিবাহী ট্রেন, মৃত চার যাত্রী।
ছত্তিশগড়ের বিলাসপুর জেলার লাল খদান এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত চারজন। মঙ্গলবার এক কোর্বা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি স্থির মালগাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়ংকর ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের কোচগুলি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বিলাসপুরের পুলিশ সুপার রাজনীশ সিং জানিয়েছেন, মৃতের সংখ্যা আপাতত চার, তবে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
উদ্ধারকাজে নেমেছে রেল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে চলছে তল্লাশি। একটি শিশু সহ বহু যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার ফলে ওই রুটে রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক তার ও সিগন্যালিং ব্যবস্থা। বহু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়েছে।

