চারধাম যাত্রায় বড় সিদ্ধান্ত: বদ্রীনাথে মোবাইল ফোন নিষিদ্ধ করল উত্তরাখণ্ড প্রশাসন

চারধাম যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড প্রশাসন। এবার থেকে বদ্রীনাথ ধামে দর্শনের সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গড়বাল কমিশনারের নির্দেশ অনুযায়ী, দর্শনার্থীরা সিংহদ্বারেই মোবাইল ফোন জমা করবেন, এরপর আর তা নিয়ে প্রবেশ করা যাবে না।

ধর্মীয় স্থানে রিল ও ব্লগ বানানোকে কেন্দ্র করে বারবার বিতর্ক তৈরি হচ্ছিল। সেই কারণে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। ঋষিকেশ ট্রানজিট ক্যাম্পে চারধাম যাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে গড়বাল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে, আইজি রাজীব স্বরূপ, এবং পৌড়ি, টিহরি, চামোলি, হরিদ্বার, উত্তরকাশী ও রুদ্রপ্রয়াগ জেলার ডিএম ও এসপি উপস্থিত ছিলেন।

পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী, শীতকালীন চারধাম যাত্রায় ইতিমধ্যেই ২৭ হাজারের বেশি ভক্ত দর্শন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী গিয়েছেন উখিমঠের ওঁকারেশ্বর মন্দিরে, যা বাবা কেদারের শীতকালীন প্রবাসস্থল। প্রশাসনের দাবি, এই সিদ্ধান্তে ধর্মীয় পরিবেশ বজায় থাকবে এবং অযথা বিতর্ক এড়ানো যাবে। তবে ভক্তদের সুবিধার জন্য মোবাইল জমা রাখার আলাদা ব্যবস্থা করা হবে।

About The Author