বিধানসভায় ফের ধুন্ধুমার! শুভেন্দুর সাসপেনশন ঘিরে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর তোপ— “চোর-ডাকাতের দল বিজেপি!” অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক শঙ্কর ঘোষ।
কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সাসপেনশন ঘিরে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। বিজেপি বিধায়কেরা প্রতিবাদে সরব হন, অভিযোগ তোলেন তাঁদের বক্তব্যের সময় ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হচ্ছে।
এদিন শংকর ঘোষের নেতৃত্বে বিজেপির বিধায়কেরা প্রতিবাদ শুরু করেন। অন্যদিকে বক্তব্য রাখার সময় পক্ষপাতদুষ্ট মন্তব্যের অভিযোগ ওঠে, যার জেরে তাঁকেও সাসপেন্ড করা হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরত থাকার অনুরোধ অমান্য করার অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নিজ নিজ আসনে বসে থাকার নির্দেশ দেন। পরে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “চোর-ডাকাতের দল, দুর্নীতিবাজদের দল, বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচারীদের দল।” এই ঘটনার জেরে বিধানসভায় ফের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।