চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনেই ঘটে গেল নজিরবিহীন দুর্ঘটনা। মঙ্গলবার বিকেলে ৭০ ফুট উঁচু প্যান্ডেল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কানাইলাল পল্লি পুজো কমিটির মণ্ডপ।
ঘটনার সময় ঝড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টিতে কেঁপে উঠছিল প্যান্ডেলটি। কিছুক্ষণ দুলে থাকার পরই বিশাল কাঠামোটি ভেঙে পড়ে। ৬ জন দর্শনার্থী আহত হয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্যান্ডেলটি বিশ্বের সবচেয়ে উঁচু জগদ্ধাত্রী মণ্ডপ হিসেবে প্রচারিত হয়েছিল। সাইক্লোন ‘মন্থা’-র প্রভাবে হুগলি জেলায় ৩০–৪০ কিমি/ঘণ্টা গতির ঝড়ো হাওয়া বইছিল, যা এই বিপর্যয়ের কারণ বলে মনে করা হচ্ছে।
চন্দননগর পুলিশ কমিশনার অমিত জাভালগি জানিয়েছেন, “সবাইকে উদ্ধার করা হয়েছে, কেউ আর ধ্বংসস্তূপে আটকে নেই। প্যান্ডেল পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে।”
পুজো কমিটির তরফে জানানো হয়েছে, “আমরা ভেঙে পড়েছি। কীভাবে আবার পুজো শুরু করব, তা ভাবতে হবে। নিরাপত্তা এখন প্রধান বিষয়।”