আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিল কেন্দ্রীয় সরকার। এবার আগের থেকে আরও কড়া পদক্ষেপ করার হুশিয়ারি। সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে চিঠি দিয়ে জবাব চেয়েছে কেন্দ্র। উত্তর না পেলে তাঁকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি।
ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত না থাকা নিয়ে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব চাওয়া হয়েছে তাঁর কাছে। এক মাস সময় দেওয়া হয়েছে তাঁকে। তার মধ্যে জবাব না পেলে, আলাপনকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পিছপা হবে না বলে চিঠিতে সাফ জানিয়েছে প্রধানমন্ত্রীর অধীনস্থ কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক।