আরজি কর কাণ্ডে গণধর্ষণের কোনও প্রমাণ নেই, জানাল সিবিআই

আরজি কর মামলায় সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করল, তাতে গণধর্ষণের কোনও উল্লেখ নেই। সোমবার শিয়ালদার বিশেষ আদালতে সেই ৪৫ পাতার চার্জশিট জমা করেছে সিবিআই। খবরে প্রকাশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, আরজি করের সেই ঘটনায় গণধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। মূল অভিযুক্ত হিসেবে শুধু সঞ্জয়ের নামই আছে চার্জশিটে।

বলা হচ্ছে, এই ঘটনায় একমাত্র জড়িত রয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। গত ১০ অগস্ট এই সঞ্জয়কেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তবে, তথ্যপ্রমাণ লোপাট এবং সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করার জন্য পরবর্তীতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করবে বলে জানিয়েছে সিবিআই।

আরও জানা গেল, আরজি কর ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে  ১০০-রও বেশি লোকের বয়ান নিয়েছে সিবিআই। সেই সঙ্গে সন্দীপ সঞ্জয় সুদ্ধ মোট ১০টি পলিগ্রাফ টেস্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে।  পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সিবিআই দাবি করেছে যে ব্রেকের সময় আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুমে ঘুমোতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক। সেইসময় সঞ্জয় অপরাধ করেছিল।

About The Author