জলপাইগুড়ি: বধূ নির্যাতন সহ একাধিক অভিযোগ নিয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরই পুত্রবধূ। মামলা রুজু করে পুলিশের থেকে রিপোর্ট চাইল আদালত।
বিধায়কের পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে এর আগে বধূ নির্যাতন সহ একাধিক অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাতে আমল দেননি বলে অভিযোগ। এরপর সেই অভিযোগ নিয়েই আদালতে মামলা করেন বিধায়কের ছোট ছেলের স্ত্রী পিঙ্কি রায়। বধূ নির্যাতন, হত্যার চেষ্টা সহ যৌতুক আইনের ধারায় মামলা রুজু করে পুলিশের থেকে তদন্তের রিপোর্ট চাইল আদালত।
এদিকে, এসবই নাকি বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। তাঁর কথায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিজেপির সঙ্গে অন্য কিছু নেতারা মিলে তাঁর বিরুদ্ধে এই চক্রান্তে সামিল হয়েছেন।
অভিযোগকারী পিঙ্কি রায়ের আইনজীবী সৌজিত সিংহ এই প্রসঙ্গে জানান, দেড় বছর আগে থেকেই বধূ নির্যাতনের শিকার পিঙ্কি। যদিও এই মুহূর্তে সেই বাড়িতেই রয়েছেন। রাজগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে পিঙ্কি। কিন্তু সেখানকার পুলিশ কোনও মামলা রুজু না করে বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়। যদিও পুলিশ এই কাজ করতে পারে না বলে আইনজীবীর। এদিকে আদালত ইতিমধ্যে ৪৯৮-এ আইপিসি সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে তদন্তের রিপোর্ট চেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন।