পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব দিলেন এক আবেগঘন বার্তা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা তাঁদের প্রতি সমবেদনা জানাই।”
তিনি আরও বলেন, “আজকের জয় আমরা উৎসর্গ করছি আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি, যারা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁরা আমাদের অনুপ্রাণিত করেন, আমরা চাই মাঠে এমন পারফরম্যান্স দিই যাতে তাঁদের মুখে হাসি ফোটে।”
এই বার্তা শুধু ক্রিকেটীয় জয় নয়, এক গভীর মানবিক সংবেদনশীলতার প্রতিফলন। সূর্যকুমারের জন্মদিনে পাওয়া এই জয়কে তিনি ‘রিটার্ন গিফট’ হিসেবে তুলে দিলেন গোটা দেশবাসী ও সেনাবাহিনীর উদ্দেশে।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই সূর্য প্রতিবাদ জানান টসের সময় হাত না মিলিয়ে। ম্যাচ শেষে সেই প্রতিবাদ আরও স্পষ্ট হয়, যখন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে সোজা সাজঘরে ফিরে যান।
এই ম্যাচে ভারতীয় স্পিনারদের দাপটে পাকিস্তান থেমে যায় মাত্র ১২৭ রানে। জবাবে ভারত ১৫.৫ ওভারে ১৩১/৩ রান তুলে জয় নিশ্চিত করে। সূর্য নিজে অপরাজিত ৪৭ রানে ম্যাচ শেষ করেন, অভিষেক শর্মা করেন ঝোড়ো ৩১।
এই জয় শুধু পয়েন্ট টেবিলে নয়, মনস্তত্ত্বেও ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। আর সূর্যকুমারের বার্তা গোটা দেশকে ছুঁয়ে গেল।