শিলিগুড়ি: ছুটিতে বাড়িতে এসেছিলেন কয়েকদিন আগে। সোমবার ফিরে যাচ্ছিলেন মালদার কর্মক্ষেত্রে। রাঙ্গাপানির কাছে রেলের দুর্ঘটনায় অকালে প্রয়ান মালদার মানিকচক সার্কেলের আবদারি দফতরের ওসি সালেব সুব্বার।
অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখনও ৯ জন মারা গিয়েছেন বলে খবর। তাঁদের মধ্যেই রয়েছে সুব্বাও। জানা গেল, সালেবের বাড়ি কালিম্পঙের গরুবাথানে। তিনি মালদার মানিকচকে কর্মরত ছিলেন। কদিন আগে ছুটি কাটাতে বাড়িতে আসেন। সোমবার ট্রেনে করে কর্মস্থলেই ফিরছিলেন তিনি। শিলিগুড়ি থেকে বের হতে না হতেই মর্মান্তিক ঘটনার শিকার হলেন তিনি। পরে দুমড়ে যাওয়া বগি থেকে উদ্ধার করা হল সরকারি কর্তার দেহ। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলাশাসক।
এই ট্রেন দুর্ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে পিটিআই সূত্রে খবর, মৃতের সংখ্যা ১৫। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, মালগাড়ির লোকো পাইলট ও সহকারি লোকো পাইলটের। মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘার গার্ডেরও। আহত হয়েছেন একাধিক।
সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে মালগাড়ি। প্রাথমিকভাবে সিগন্যালের গন্ডগোলের জন্যই এই ট্রেন দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। যদিও সঠিক কারণ জানতে তদন্ত করতে হবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।