কলকাতা: রাত ফুরোলেই ৩২ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ! বুধবার প্রাথমিক নিয়োগ মামলার রায় দেবে হাইকোর্ট।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বুধবার কলকাতা হাই কোর্ট ঘোষণা করতে চলেছে গুরুত্বপূর্ণ রায়। বেআইনি নিয়োগের অভিযোগে প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও কর্মরত শিক্ষকরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
২০১৪ সালে টেট উত্তীর্ণ হন প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। ২০১৬ সালে তাঁদের মধ্যে থেকে ৪২,৯৪৯ জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে, এদের মধ্যে প্রায় ৩২ হাজার প্রার্থী ‘অপ্রশিক্ষিত’। সঠিক ইন্টারভিউ ও অ্যাপটিচিউড টেস্ট ছাড়াই নিয়োগ হয়েছে বলে দাবি ওঠে। এরপরই চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ডিভিশন বেঞ্চে দীর্ঘ ছ’মাস শুনানি শেষে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্র বুধবার রায় ঘোষণা করবেন। আদালতের নির্দেশে নজর এখন রাজ্যজুড়ে। চাকরি হারানো শিক্ষকরা যেমন রায়ের অপেক্ষায়, তেমনি নতুন প্রার্থীরাও আশায় বুক বাঁধছেন। এই রায় প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

