নবান্নের সামনে ধর্না নয়, পুলিশের যুক্তি গ্রহণযোগ্য বলল হাইকোর্ট

কলকাতা: নবান্নের সামনে বিজেপির কর্মসূচি ও ধর্নার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, নবান্ন একটি উচ্চ-নিরাপত্তা অঞ্চল। সেখানে কর্মসূচি করতে না-দেওয়ার ক্ষেত্রে পুলিশের যুক্তি গ্রহণযোগ্য। আদালত বিজেপিকে অন্য জায়গায় কর্মসূচি করার পরামর্শ দিয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি ছিল, তাঁদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তার স্বার্থে নবান্নের সামনে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। বিচারপতির মন্তব্য, প্রশাসনের যুক্তি যথেষ্ট শক্তিশালী এবং তা গ্রহণযোগ্য।

এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি শিবিরের বক্তব্য, রাজ্য সরকার তাঁদের আন্দোলনের পথ রুদ্ধ করছে। অনুমতি না পেয়ে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত BJP-র। অন্যদিকে তৃণমূল শিবির বলছে, নবান্নে কর্মসূচি হলে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটবে এবং নিরাপত্তা বিঘ্নিত হবে।

About The Author