SSC দুর্নীতি মামলায় সব নিয়োগ বাতিল, বড় রায় দিল হাইকোর্ট

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় সব নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ২০১৬-র প্যানেলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের রায় দিলেন বিচারপতি দেবাংশু বসাক! মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছেন তাদেরও বেতন ফেরাতে হবে চার সপ্তাহের মধ্যে। বছরে ১২ শতাংশ সুদ-সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই।

শুধু তাই নয়, উত্তরপত্রও প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এসএসসির ওএমআর শিট দ্রুত এসএসসির সার্ভারে আপলোড করার নির্দেশ আদালতের। তবে মানবতার খাতিরে সোমা দাস নামের এক মহিলার চাকরি বাতিল করেননি বিচারপতি। তিনি ক্যান্সারে আক্রান্ত।