মিঠুনকে নিয়ে বিতর্কিত মন্তব্য নয়, কুণালকে তিন মাসের নিষেধাজ্ঞা হাইকোর্টের

কলকাতা: অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বুধবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়ে দেয়, আগামী তিন মাস কুণাল ঘোষ মিঠুন বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য করতে পারবেন না।

চিটফান্ড কেলেঙ্কারি, দলবদল এবং অভিনেতার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কুণাল ঘোষ সংবাদমাধ্যমে একাধিক মন্তব্য করেছিলেন। মিঠুনের তরফে দাবি করা হয়, এসব মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর সম্মানহানিকর। ক্ষতিপূরণ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন।

আদালতে মিঠুনের আইনজীবী জানান, তাঁর মক্কেল একজন পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন সাংসদ। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কুৎসা রটানো হচ্ছে, যা তাঁর পেশাগত জীবনেও প্রভাব ফেলছে। আদালত সেই যুক্তি মেনে কুণাল ঘোষকে আগামী শুনানি পর্যন্ত মুখে কুলুপ আঁটার নির্দেশ দেয়।

এই মামলার পরবর্তী শুনানি ১৫ ডিসেম্বর। তার আগে পর্যন্ত মিঠুন সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না কুণাল ঘোষ।

  • মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে নিষেধাজ্ঞা। কুণাল ঘোষকে তিন মাসের জন্য মুখে কুলুপ আঁটার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

About The Author