বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাই কোর্ট। চার মামলায় SIT গঠনের নির্দেশ।
কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার এই নির্দেশ দেন, যেখানে বলা হয়েছে— “কোনও অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না।”
২০২২ সালের ৮ ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলেন, যাতে রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে নতুন FIR দায়ের বা কঠোর পদক্ষেপ নিতে পারত না আদালতের অনুমতি ছাড়া।
তবে এবার সেই রক্ষাকবচ তুলে নিয়ে আদালত নির্দেশ দিয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে থাকা চারটি মামলায় রাজ্য পুলিশ ও CBI যৌথভাবে SIT গঠন করে তদন্ত করবে।
বাকি ১৫টি মামলার FIR খারিজ করে দিয়েছে আদালত। শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানিয়েছেন, “সব মামলায় নয়, মাত্র চার-পাঁচটি FIR-এ তদন্ত চলবে। তাই একে পুরোপুরি রক্ষাকবচ প্রত্যাহার বলা চলে না।”
এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে রাজনৈতিক চাপের ইঙ্গিত বলেই মনে করছেন শুভেন্দুর ঘনিষ্ঠরা।

