কলকাতা: ৩২ হাজার চাকরি বাতিলের রায় খারিজ! বড় স্বস্তি প্রাথমিক শিক্ষকদের। ডিভিশন বেঞ্চ উল্টে দিল অভিজিত গঙ্গোপাধ্যায়ের রায়!
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের প্রায় ৩২ হাজার শিক্ষক। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি বাতিলের রায় খারিজ করে দিয়েছে। এর ফলে আপাতত চাকরি হারানোর আশঙ্কা থেকে মুক্ত হলেন শিক্ষকরা।
২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০১৬ সালে প্রায় ৪২,৯৪৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, এদের মধ্যে প্রায় ৩২ হাজার প্রার্থী অপ্রশিক্ষিত অবস্থায় চাকরি পেয়েছেন। সেই নিয়োগকে বেআইনি বলে ঘোষণা করেছিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন।
তবে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ জানায়, পুরো প্যানেল বাতিলের নির্দেশ কার্যকর নয়। যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। আদালতের এই রায়ে শিক্ষক মহলে স্বস্তি নেমে এসেছে। অন্যদিকে, নতুন প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
রাজনৈতিক মহলে এই রায়কে কেন্দ্র করে নতুন করে চাপানউতর শুরু হয়েছে। বিরোধীরা বলছে, দুর্নীতি প্রমাণিত হলেও সরকারকে রক্ষা করা হচ্ছে। তৃণমূল অবশ্য দাবি করেছে, আদালতের রায়েই প্রমাণিত হয়েছে তাঁদের নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল।

